দুর্গাপুজোর আগেই আবার মিলবে বেতন, সরকারি কর্মীদের মধ্যে এখন খুশির হাওয়া

আর হাতে মাত্র দু’‌সপ্তাহ সময়। তারপরই পড়ে যাবে দুর্গাপুজোর ছুটি। তাই তার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। নবান্নের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকী সরকারি কর্মীদের বেতন দিতে নবান্ন থেকে নানা দফতরের পৌঁছে গিয়েছে নির্দেশিকা। প্রত্যেক মাসের শেষ তারিখের আগেই সরকারি কর্মীরা সেই মাসের বেতন পেয়ে থাকেন। এবার দুর্গাপুজো শুরুর আগেই সেই বেতন দিতে চায় রাজ্য সরকার। অর্থাৎ দুর্গাপুজোর আগেই সেই বেতন দিয়ে দিতে চাইছে নবান্ন। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সরকারি কর্মীদের মধ্যে এখন বইছে খুশির হাওয়া।

বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে?‌ নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাস সবে পড়েছে। আজ ৩ তারিখ। কিন্তু এখনই সব দফতরকে বেতন দিতে উদ্যোগী হতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেপ্টেম্বর মাসে তো বেতন পেয়েছে সবাই। অক্টোবর মাসের বেতনও এর মধ্যে দিয়ে দিতে চাইছে নবান্ন। সেক্ষেত্রে একসঙ্গে অনেকগুলি টাকা হাতে চলে আসবে। আর তার জেরে তুঙ্গে উঠবে বিকিকিনি। এই বেতনের যাবতীয় কাজ ৪ অক্টোবরের মধ্যে শেষ করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলির ক্ষেত্রেও একই প্রক্রিয়া নেওয়া হচ্ছে। সুতরাং শিক্ষক ও শিক্ষাকর্মীরাও পুজোর আগে আর একটা বেতন পেয়ে যাবেন।

কবে নাগাদ বেতন হতে পারে?‌ সেপ্টেম্বর মাসের শেষে যে বেতন মিলেছে তা শেষ হওয়ার আগেই অক্টোবর মাসের বেতন ঢুকে যাবে বলে খবর। আগামী ২১ অক্টোবর মহাসপ্তমী পড়েছে। আর তার আগেই দুর্গাপুজোর ছুটি পনে যাবে। এটা অবশ্য মাসের তৃতীয় সপ্তাহ। তাই রাজ্য সরকার চাইছে কর্মীদের বেতন যেন তাঁর আগেই দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আগের মাসের বেতন খানিকটা রইল। আবার দুর্গাপুজোর আগে আর একটা পুরো বেতন মিলল। তাহলে উৎসব কাটিয়ে, বাইরে বেড়াতে গিয়েও হাতে টাকা থেকে যাবে। তারপর নভেম্বর মাসে মিলবে আর একটা বেতন। সুতরাং এখন ফুর্তির প্রাণ গড়ের মাঠ।

আরও পড়ুন:‌ টানা ৬ মাস যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে, দুর্গাপুজোর পর শুরু হবে কাজ

আর কী জানা যাচ্ছে?‌ নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বেতন পেয়ে যাবেন সরকারি কর্মীরা। তার আগে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ বুধবার সরকারি কর্মীদের বেতন ঢুকে গিয়েছে। ২৮ সেপ্টেম্বর নবি দিবসের ছুটি থাকায় আগের দিন বেতন হয়েছে। তারপর অক্টোবর মাসের প্রায় মাঝামাঝি সময়ে আর একটা বেতন ঢুকবে। সুতরাং একসঙ্গে অনেকগুলি টাকা হাতে পেয়ে দুর্গাপুজো দেদার আনন্দে মেতে উঠবেন সরকারি কর্মচারীরা। যদিও বকেয়া ডিএ’‌র দাবিতে এখনও আন্দোলন চলছে। কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে মামলা হয়েছে। সেই মামলা কলকাতা হাইকোর্ট ঘুরে এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনের সময় ৩ শতাংশ ডিএ’‌র কথা ঘোষণা করা হয়েছে।