রবিবার কলকাতার রাজপথে যান চলাচল নিয়ন্ত্রিত হবে, যাতায়াত করতে জানুন ঘুরপথ

ইডেন গার্ডেন্সে আগামীকাল, রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ রয়েছে। এই খেলা দেখতে একদিকে যেমন বিপুল মানুষ আছড়ে পড়বে কলকাতায় তেমনি অপর দিকে যান নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ। এখনই টিকিট নিয়ে তোলপাড় অবস্থা হয়েছে মহানগরীতে। রাতেই অনেকে চলে এসেছেন। সকাল হতেই তাঁরা ইডেন মুখী হবেন। সুতরাং এই ম্যাচের আলাদা একটা গুরুত্ব যে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এমন হাইভোল্টেজ ম্যাচের সঙ্গে রয়েছে, ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। তার জেরে আওয়াজ আরও জোরে উঠবে।

এদিকে ইডেনে ম্যাচ থাকায় বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। সেই তালিকার মধ্যে যেটুকু জানতে পারা গিয়েছে সেটি হল—কিংগস ওয়ে, ওকল্যান্ড রোড এবং এসপ্ল্যানেড ওয়েস্ট রাস্তা বন্ধ থাকবে, যানবাহন চলাচল করা যাবে না। স্ট্র্যান্ড রোডের একাংশও বন্ধ রাখা হবে। খেলার পাশাপাশি নিরাপত্তাও একটা বড় ব্যাপার। তবে রাত ৮টার পর পরিস্থিতি বুঝে এই রাস্তাগুলিতে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। কলকাতা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এই ম্যাচের জন্য শুধু টিকিটের চাহিদা বাড়েনি, চাহিদা বেড়েছে ভেহিক্যাল পার্কিং স্টিকারেরও।

অন্যদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার পার্কিং স্টিকার দেওয়া হয়েছে। তারপরেও চাহিদা রয়েছে স্টিকারের। এটাই এখন ভাবাচ্ছে লালবাজারের কর্তাদের। এখন বিশ্বকাপ জ্বরে ফুটছে তিলোত্তমা। যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে তাতে ইডেন গার্ডেন্স কানায় কানায় ভর্তি থাকবে বলেই নিশ্চিত হওয়া গিয়েছে। রবিবার সকাল থেকে ইডেন গার্ডেন্স চত্বরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একাধিক রাস্তা বন্ধ রাখা হবে। ঘুরিয়ে দেওয়া দক্ষিণ এবং উত্তর থেকে আসা বহু গাড়ির মুখ। গোটা বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ জারি করেছে বিজ্ঞপ্তি।

আরও পড়ুন:‌ শান্তিনিকেতন থানায় বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, কী করবেন উপাচার্য?‌

ঘুরপথটি ঠিক কেমন হবে?‌ সকাল সাড়ে ১০টা থেকে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অকল্য়ান্ড রোড, নর্থ ব্রুক অ্য়াভিনিউ এবং গোষ্ঠ পাল সরণীতে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। তবে কলকাতা হাইকোর্টমুখী গাড়িগুলি এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে পাঠানো হবে। দক্ষিণ কলকাতা থেকে আসা বাস, মিনি বাসগুলিকে মেয়ো রোড থেকে ঘুরিয়ে পাঠানো হবে নেতাজি মূর্তি, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগ দিয়ে। আর জে এল নেহরু রোড থেকে আসা বাস, মিনি বাস ঘুরিয়ে বেন্টিঙ্ক স্ট্রিট, মিশন রো, ম্যাঙ্গোলেন হয়ে বিবাদি বাগে পাঠানো হবে। উত্তর এবং পূর্ব কলকাতা থেকে আসা বাসগুলি সেন্ট্রাল অ্য়াভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গোলেন হয়ে বিবাদি বাগ পাঠানো হবে। এস এন ব্য়ানার্জি রোড থেকে বাস আর আর অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগে পাঠানো হবে। দক্ষিণ কলকাতা থেকে আসা হাওড়াগামী বাসগুলি হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। একই নিয়ম থাকবে ১১ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং ১৬ নভেম্বর সেমিফাইনাল ম্যাচের দিনও।