‘দেব দলের সম্পদ,’ ঘাটালে অভিনেতাকে ফের প্রার্থী করার ইঙ্গিত মমতার

সম্প্রতি সংবাদমাধ্যমে অভিনেতা দেব ইঙ্গিত দিয়েছিলেন, লোকসভা ভোটে তিনি আর দাঁড়াতে চান না। কিন্তু তিনি না করলে কী হবে, তাঁর দলের সভানেত্রী চান ফের ঘাটাল থেকেই ভোটে দাঁড়ান দেব। বুধবার কালীঘাটে যে বৈঠক বসেছিল তাতে এমন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সূত্রের খবর, দলনেত্রী যদি নির্দেশ দেন তবে তিনি তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে দাঁড়াতে রাজি বলেও জানিয়েছেন দেব। 

বুধবার কালীঘাটে পশ্চিমমেদিনীপুর জেলাকে নিয়ে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার দলের বিধায়ক, সাংসদের সঙ্গে হাজির ছিলেন, ঘাটালের সাংসদ দেবও।

ঘাটালে কাজ করতে গিয়ে নানা কারণে দেবের মনে অসন্তোষ তৈরি হয়। সেই অসন্তোষের অন্যতম কারণ ছিল দলের কারও কারও অসহযোগিতা। এই অসন্তোষের খবর পৌঁছয় দলনেত্রীর কাছেও। এ দিন বৈঠকে ঘাটাল নিয়ে আলোচনা শুরু হতেই মমতা বলেন, ‘দেব একটা ভাল ছেলে। শিল্পী মানুষ। দেব আমাদের দলের সম্পদ।’ এর পর তিনি ঘাটাল সাংগঠিক জেলা এবং দলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুয়ের দিকে তাকিয়ে বলেন, ‘তোদের জন্য দেব দাঁড়াতে চাইছে না। কেন এমন হবে? কী করছিস তোরা?’ 

(পড়ুন। তৃণমূলের বৈঠকের শুরুতে চুপ অভিষেক, মমতা বললেন ‘কিছু তো বল’, দিলেন নয়া দায়িত্বও)

বৈঠকে সাংসদকে বক্তব্য রাখতে বলা হলে তিনি বেশি কিছু বলতে চাননি। শুধু বলেন, ‘আমার কিছু বলার নেই। দল যা নির্দেশ দেবে তা পালন করব।’ অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়ে বলেন লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করা হলে তিনি প্রার্থী হবেন। 

বৈঠকের পর সংবাদমাধ্যমকে ঘাটালের এক তৃণমূল নেতা বলেন, ‘দেব প্রার্থী হলে আমাদেরই সুবিধা বেশি। দেব জনপ্রিয় নায়ক এবং দুবারের সাংসদ। তাই প্রার্থী হলে আমাদেরই ভাল হবে।’

২০১৪ সালে ঘাটালে দেবকে প্রথম প্রার্থী করেন তৃণমূল নেত্রী। পরেরবার ২০১৯ সালে বিজেপির দাপাটের মধ্যেও ঘাটালে ভারতী ঘোষকে হারিয়ে নিজের আসন ধরে রাখেন অভিনেতা। বুধবার তৃণমূল নেত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, ফের তাঁকেই লোকসভা ভোটে ঘাটালে প্রার্থী করা হবে। দাঁড়ানোর  ব্যাপারে নিজেও রাজি অভিনেতা। বৈঠকে তাঁর ইঙ্গিতও দিয়েছেন দেব।