এবার বর্ধমানে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রেমিকের হাত–পা বেঁধে রেখে তাঁর সামনেই প্রেমিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। যুবতীর অবস্থা খুব খারাপ বলে জানা যাচ্ছে। তার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। বর্ধমানের বাজেপ্রতাপপুরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে। আদালতের নির্দেশে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। এই ঘটনায় চাপা আতঙ্ক তৈরি হয়েছে।
এই যুবক–যুবতীর মধ্যে অনেকদিন ধরেই প্রণয়ের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে বর্ধমান থানার বাজেপ্রতাপপুর এলাকার একটি নির্মীয়মাণ বহুতলের সামনে যান তাঁরা। তারপর সেখানে দাঁড়িয়ে প্রেমিক–প্রেমিকা কথা বলছিলেন। তখন ওই যুবকের এক বন্ধু সেখানে আসে। আর যুবতীকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলে ওই সে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেন প্রেমিক যুবক। এমনকী তাঁদের সঙ্গে ওই যুবকের বচসা বাধে বলে অভিযোগ। তখন সেই বচসার শেষে দেখে নেওয়ার হুমকি দেন প্রেমিকের বন্ধু। আর ওখান থেকে চলে যায়।
আরও পড়ুন: মেয়র–নগরপাল বিশেষ বৈঠক কলকাতা পুরসভায়, এবার বড় পদক্ষেপ হতে চলেছে
এরপর প্রেমিকের বন্ধু প্রতিশোধ নেওয়ার জন্য নিজের চার বন্ধুকে জোগাড় করে। আর আবার ওই নির্মীয়মাণ বহুতলের সামনে আসে। তখনও প্রেমিক–প্রেমিকা দাঁড়িয়ে সেখানে গল্প করছিলেন। সেখানে এসে চার যুবক এবং প্রেমিকের বন্ধু ওই প্রেমিকের হাত–পা বেঁধে ফেলে। প্রেমিক যুবক চিৎকার করলে তাঁর মুখ বেঁধে ফেলা হয়। তারপর শুরু হয় বেধড়ক মারধর। তাতে আধ মরা অবস্থা হয়ে যায় ওই প্রেমিকের। তখন তাঁর সামনেই প্রেমিকাকে পাঁচজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর প্রেমিক–প্রেমিকা কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পৌঁছয় বর্ধমান থানায়। লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই রাতেই বর্ধমান থানায় গিয়ে শেখ সোহেল, শেখ রোহিত, শেখ সিরাজ, শেখ মনু এবং শেখ আরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রেমিক–প্রেমিকা। ওই অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে। আজ, বুধবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। গোটা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনা নিয়ে যাবতীয় তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ। হাসনাবাদে গৃহবধূকে চিকিৎসক ধর্ষণ করার ঘটনা সামনে এসেছে। কল্যাণীতে স্বামীর সামনে গৃহবধূকে গণধর্ষণ করার ঘটনা এখন আতঙ্ক তৈরি করেছে। এবার বর্ধমানে প্রেমিকের সামনে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনাও জানা গেল।